অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা চান যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করুক


প্রেসিডেন্ট ওবামা চান যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করুক
প্রেসিডেন্ট ওবামা চান যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করুক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে ব্যবসা মহলের নেতাদের প্রতি আহ্বান জানাবেন বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে।

মি ওবামা এ সপ্তাহে তার সাপ্তাহিক ভাষণে বলেন যে বুধবার হোয়াইট হাউসে তিনি একটি ফোরাম অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন। যে ব্যবসায়ীরা ইনসোর্সিং বা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। প্রেসিডেন্ট আশা করছেন অন্যান্য ব্যবসায়ীরা ওই মডেল অনুসরন করবেন।

প্রেসিডেন্ট বলেন “অর্থনৈতিক অধোগতির সময় ৮০ লক্ষ চাকরী হারানোর পর আমরা বেসরকারি ক্ষেত্রে গত ২২ মাসে ৩০ লক্ষ চাকরী যোগ দিয়েছি। আমরা ২০১২ সালের শুরুতে দেখছি উত্পাদন শিল্পে উন্নতি হচ্ছে এবং গাড়ি নির্মান শিল্পও ভালর দিকে। আমরা সঠিক দিকে এগুচ্ছি। এবং আমরা হাল ছেড়ে দিচ্ছি না”।

মি ওবামা বলেন অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।

রিপাবলিকাদের পক্ষে ভাষণে কংগ্রেস উম্যান ন্যান হেওয়ার্থ, দেশের উচ্চ বেকারত্বের হার এর জন্য ওবামা প্রশাসনের সমালোচনা করেন।

তিনি বলেন ৩৫ মাস ধরে বেকারত্বের হার ৮ শতাংশের বেশি।

XS
SM
MD
LG