অ্যাকসেসিবিলিটি লিংক

মানবাধিকার কর্মীরা বলছেন সিরিয়ার হামা শহর থেকে শত শত মানুষ পালিয়ে যাচ্ছে


Naqasaki Sülh Parkında atom hücumunun ildönümü mərasimi zamanı Sülh Heykəli ətrafında göyərçinlər uçur.  9 avqust, 2013 (Reuters/Kyodo)
Naqasaki Sülh Parkında atom hücumunun ildönümü mərasimi zamanı Sülh Heykəli ətrafında göyərçinlər uçur.  9 avqust, 2013 (Reuters/Kyodo)

সিরিয়ার এক মানবাধিকার গ্রুপ বলেছে নিরাপত্তা বাহিনীর সামরিক দমন অভিযানের আশংকায়, সে দেশের মধ্যাঞ্চলের শহর হামা থেকে শত শত মানুষ পালিয়ে যাচ্ছে।

সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউমান রাইট্স থেকে বলা হয়েছে বৃহষ্পতিবার বিপুল সংখ্যক পরিবার শহর ছেড়ে চলে গেছে।মানবাধিকার কর্মীরা বলেন মঙ্গলবার সিরিয়ার নিরাপত্তা বাহিনী অসামরিক লোকজনের উপর গুলিবর্ষণ করে। হামলায় অন্তত ২২ জন নিহত হয় আহত হয় ৫০ জনের বেশি।

ব্যাপক সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভের পর হামার বাসিন্দারা সরক প্রতিবন্দক সৃষ্টি করে কিন্তু সেনারা তা ঠেলে ওই এলাকায় প্রবেশ করে।

XS
SM
MD
LG