অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান যুদ্ধের দশম বার্ষিকী


আফগানিস্তান যুদ্ধের দশম বার্ষিকী
আফগানিস্তান যুদ্ধের দশম বার্ষিকী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার এক দশক পরে আমেরিকানরা এখন নিরাপদ।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আক্রমন অভিযানের আজ শুক্রবার দশম বার্ষিকী। এ উপলক্ষ্যে মি ওবামা যারা আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন তাদের সম্মান জানান। এদের মধ্যে আছে প্রায় ১৮০০ আমেরিকান সেনা, বহু আফগান ও কোয়ালিশন সেনা যারা লড়াইয়ে নিহত হয়।

প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্র দায়িত্বশীল ভাবে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধের অবসান ঘটাচ্ছে।

২০০১ সালের ১১ই সেপ্টেম্বার যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী আক্রমনের এক মাসেরও কম সময়ের মধ্যে আক্রমন অভিযান শুরু হয়। অভিযানের লক্ষ্য ছিলো আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে ধরা এবং তালেবানকে ক্ষমতাচ্যুত করা।

এক দশক পর আফগান প্রেসিডেন্ট হামিদ কার্জাই বললেন তার সরকার ও তাদের আন্তর্জাতিক শরিকরা আফগানদের নিরাপদ করতে ব্যর্থ হয়।

বিবিসির সঙ্গে এক সাক্ষাত্কারে মি কার্জাই বলেন নেটো, যুক্তরাষ্ট্র, এবং প্রতিবেশি পাকিস্তানের উচিত্ ছিল সংঘাতের গোড়াতে তালেবানের নিরাপদ আশ্রয়গুলো নির্মূল করে দেওয়া।

XS
SM
MD
LG