অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন দিল্লিতে বোমা বিস্ফোরণ: বাংলাদেশেল প্রধানমন্ত্রীর নিন্দে জ্ঝাপন


নতুন দিল্লিতে বোমা বিস্ফোরণ: বাংলাদেশেল প্রধানমন্ত্রীর নিন্দে জ্ঝাপন
নতুন দিল্লিতে বোমা বিস্ফোরণ: বাংলাদেশেল প্রধানমন্ত্রীর নিন্দে জ্ঝাপন

পুলিশ বলছে যে মাঝারি ধরণের শক্তিশালি এই বোমাটি নতুন দিল্লির আদালত ভবনের প্রধান ফটকের কাছে রাখা ছিল যেখানে লোকজন ভবনে প্রবেশের জন্যে অপেক্ষা করছিল।

কর্তৃপক্ষ বলছে যে তারা এ মর্মে দায় স্বীকার করে পাঠানো একটি ইমেইল পরীক্ষা করে দেখছে। এটি পাঠিয়েছে অাল ক্বায়দা জঙ্গি গোষ্ঠিটির সঙ্গে সম্পৃক্ত হারকাতুল জিহাদ আল ইসলামি ।

এ দিকে দিল্লির এই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে কলকাতা সহ সারা পশ্চিম বঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

বাংলাদেশ সফরের সময়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং একে ভীরুদের কাজ বলে অভিহিত করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও এই ঘটনার নিন্দে করেন এবং আশা করেন যে যে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেন যে মহাসচিব বান কী মুন ভারতের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

এই ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী যে শোক জ্ঞাপন করেছেন , সে সম্পর্কে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট

XS
SM
MD
LG