অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে একজন সাংবাদিকের অঙ্গচ্ছেদ করা দেহ পাওয়া গেছে


পাকিস্তানে একজন সাংবাদিকের অঙ্গচ্ছেদ করা দেহ পাওয়া গেছে
পাকিস্তানে একজন সাংবাদিকের অঙ্গচ্ছেদ করা দেহ পাওয়া গেছে

পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, একজন সাংবাদিকের অঙ্গচ্ছেদ করা দেহ শুক্রবার লাহোরে তার বাড়ীর ভেতরে পাওয়া গ্যাছে।

কর্তৃপক্ষ জানায়, ২৮ বছর বয়সি ফায়সাল কুরেশি বৃটিশ অন-লাইন প্রকাশনা দি লন্ডন পোষ্টে কাজ করতেন।

পুলিশ বলে, কুরেশির দেহে স্পষ্টতই অত্যাচারের চিহ্ন লক্ষ্য করা গ্যাছে আর তার শিরশ্ছেদ করা হয়েছে।

কুরেশির ভাই যাহিদ ফরাসি বার্তা সংস্থাকে বলেন, তার ভাইকে পুর্বপরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন তার ভাই দি লন্ডন পোষ্টে প্রকাশিত কিছু খবরের কারনে অজানা লোকদের কাছ থেকে হুমকি পাচ্ছিলো।

XS
SM
MD
LG