সিরিয়ার সরকারি বাহিনী সারা দেশে বেশ কয়েকটি বিদ্রোহী এলাকায় তাদের আক্রমন অব্যাহত রেখেছে।
হোম্স শহরে খুব ভোরে যে প্রচন্ড গোলা বর্ষণ শুরু হয় তাতে ৫৭জন নিহত হয়।
বৃহস্পতিবার ওই শহরের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। সক্রিয় কর্মীরা বলেছেন শনিবার ভোর থেকে সরকারের আক্রমনে শত শত মানুষ নিহত হয়।
লড়াইয়ে হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি কারণ সিরিয়া স্বতন্ত্র সূত্রে খবর সংগ্রহ করতে দেয়না।
সিরিয়ার কর্তৃপক্ষ বিদ্রোহের জন্য সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করে।