অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েল বলেছে তারা এখনই ইরানের বিরুদ্ধে আক্রমন চালাচ্ছে না


ইস্রাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন যে তার ইরানকে সুযোগ দেওয়ার জন্যই ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করবে। তিনি বলেন আগামি দিনগুলোতা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমনের পরিকল্পনা ইস্রাইলির নেই।
বৃহস্পতিবার ইস্রায়েলি টেলিভিশনে, মিঃ নেতানিয়াহু বলেন তিনি চান এই বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধান হক। কিন্তু ইরান পরমাণু অস্ত্র অর্জন করুক তা তার চায় না এবং এর জোর বিরোধীতা করছে।
তিনি ওয়াশিংটনে আলোচনা শেষ করে ফিরে যাওয়ার এক দিন পর এই মন্তব্য করলেন। তিনি বলেন, ইরানকে পারমাণবিক কর্মসূচী থেকে নিবৃত্ত করার জন্য ইস্রায়েল দীর্ঘ কাল অপেক্ষা করতে নারাজ।
আমেরিকা ইরানকে সময়তালিকা দিচ্ছে পরমাণু শক্তিধর না হয়ে ওঠার জন্য ইস্রায়েলের সময়তালিকা ভিন্ন বলে বলছে। অবশ্য ইস্রাইল তাদের নিজেদের নিরাপত্তা সূচী অনুসারে তা করবে। তবে মিঃ নেতানিয়াহু বলেন আন্তর্জাতিক প্রচেষ্টা সফল হলে এবং ইরান যদি স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করার সিদ্ধান্ত নেয় তিনি আনন্দিত হবেন।

XS
SM
MD
LG