অ্যাকসেসিবিলিটি লিংক

এশীয় আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণাজনিত হামলা ১৫০ গুন বৃদ্ধি 


২০২০ সালের আগের বছরের চাইতে, যুক্তরাষ্ট্রে এশীয় আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণাজনিত হামলা ১৫০ গুন বৃদ্ধি পেয়েছেI তবে কোভিড সংক্রমণ চলাকালে, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আসা, বহু ডাক্তার, নার্স ও সম্মুখভাগের স্বাস্থ্য কর্মীরা হয়রানি, বিদ্রুপ ও ঘৃণার শিকার হয়েছেনI

অতি সম্প্রতি জর্জিয়া রাজ্যের আটলান্টায়, একটি ম্যাসাজ পার্লারে মহিলাদের পর হামলা ও মৃত্যু, ঘৃণার মাত্রাবৃদ্ধির বহিঃপ্রকাশ মাত্রI

ড: অস্টিন চিয়াং নামের একজন চিকিৎসক ঠিক এমনিভাবে তাঁর মনের ভাব প্রকাশ করেছেন ! "আমি মিথ্যা বলবো নাI যুক্তরাষ্ট্রে এসব ঘটনা বৃদ্ধি পাওয়াতে, আমি কিছুটা দ্রুত হেটে বা গাড়িতে বাড়ি ফিরে যাই এবং কারুর সঙ্গে চোখাচোখি এড়িয়ে চলি"I

XS
SM
MD
LG