সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী গৃহযুদ্ধে অসামরিক জনগণ এবং তার দেশের অন্যান্যদের উপরেও ক্লোরিনসহ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে তাদের বিরুদ্ধে নতুন করে যে অভিযোগ আনা হয়েছে তা প্রেসিডেন্ট আসাদ নাকচ করে দিয়েছেন।
এ সপ্তাহে, মানবিক সংগঠন ইউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে দামেষ্ক গত মাসে ইদলীব প্রদেশে বেশ কয়েকটি বিষাক্ত রাসায়নিক পদার্থে তৈরী মারাত্মক ধরণের ব্যারেল বোমা নিক্ষেপ করে আক্রমণ চালানো হয়েছে।
পশ্চিমা অধিকার গোষ্ঠী ও সরকারবৃন্দ বরাবরই অভিযোগ করে আসছে যে আসাদ সরকার অসামরিক জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকে। তবে দামেষ্ক ঐ অভিযোগ অস্বীকার করেছে।
শুক্রবার প্রকাশিত এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট আসাদ ওই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তার সরকারের বিরুপ ভাবমূর্তি তুলে ধরার জন্য এ হচ্ছে এক অপপ্রচার মাত্র।