অ্যাকসেসিবিলিটি লিংক

অসমের বরাক উপত্যকার ডিমা হাসাউ পার্বত্য জেলা থেকে গ্রেপ্তার ৬ উগ্রপন্থী


অসমের বরাক উপত্যকার ডিমা হাসাউ পার্বত্য জেলা থেকে গ্রেপ্তার ৬ উগ্রপন্থী৷ হামলা চালানোর উদ্দেশ্যে বাঙালি অধ্যুষিত হরিনগর গ্রামে ঢোকে জঙ্গিরা৷ তবে স্থানীয়রাই ধরে ফেলে তাদের৷ বেধড়ক মারধরের জেরে সংজ্ঞা হারায় দুজন৷

গত বৃহস্পতিবার এর পর ফের উত্তপ্ত তিনসুকিয়ার ধোলা৷ এবং সেখান থেকেই গ্রেপ্তার উলফা নেতা জিন্টু গগৈ ওরফে দেখলাই৷ অপরদিকে আজ বরাক উপত্যকার ডিমা হাসাউ পার্বত্য জেলা থেকে গ্রেপ্তার ৬ উগ্রপন্থী৷ হামলা চালানোর উদ্দেশ্যে বাঙালি অধ্যুষিত হরিনগর গ্রামে ঢোকে জঙ্গিরা৷ তবে স্থানীয়রাই ধরে ফেলে তাদের৷ বেধড়ক মারধরের জেরে সংজ্ঞা হারায় দুজন৷ স্থানীয় হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাদের৷ দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ জঙ্গিদের কাছ থেকে ৬টি একে সিরিজের রাইফেল, ২টি পিস্তল, শটগান, ৫টি গ্রেনেড ও প্রচুর সংখ্যক গুলি উদ্ধার করা হয়েছে৷ ঘটনার পর থেকেই থমথমে এলাকা৷ মোতায়েন বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী৷ মনে করা হচ্ছে, ধৃত জঙ্গিরা উলফা গোষ্ঠীর৷ তবে একাংশের দাবি, ওই ৬ উগ্রপন্থী ডিএইচডি (ডিমা হালম ডাউগা) -র সদস্য৷

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG