অ্যাকসেসিবিলিটি লিংক

বাহরাইন ও ইসরাইলের শান্তি চুক্তি সম্পাদনে ইসরাইলিদের সন্তুষ্টি 


বাহরাইনের সঙ্গে ইসরাইলের শান্তি চুক্তি সম্পাদনে ইসরায়েলি জনগণ যতটা খুশি, তাঁর চাইতে বেশি খুশি, সে দেশের প্রধানমন্ত্রী, বেনিয়ামিন নেতানিয়াহু ,যার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বর্তমানে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং তাঁর পদত্যাগের দাবি উঠেছেI সংবাদ মাধ্যম ও জনগণ তাঁর ওপরে যে দৃষ্টি নিবদ্ধ রেখেছে তা থেকে মুক্তি পেতে, এই শান্তিচুক্তি সম্পাদন যেন তাঁর কাছে আশীর্বাদ স্বরূপI

এই চুক্তির আওতায় দুটি দেশ রাষ্ট্রদূত বিনিময় করবে এবং পর্যটন ও উচ্চ প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবেI তবে ফিলিস্তিনি জনগণ এতে সন্তুষ্ট হতে পারেন নি ,তারা বলেছেন এই শান্তিচুক্তি যেন "পিঠে আরো একটি ছুরি বসানো"I

সমীক্ষকেরা জানান, উপসাগরীয় দেশগুলি ইরানের হুমকি থেকে অতিরিক্ত নিরাপত্তা পেতে এই চুক্তি সম্পাদন করেছেI

XS
SM
MD
LG