অ্যাকসেসিবিলিটি লিংক

বাহরেইনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযানে ৪ জন নিহত


বাহরেইনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযানে ৪ জন নিহত
বাহরেইনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযানে ৪ জন নিহত

বাহরেইনের সামরিক বাহিনী বলেছে তারা রাজধানীর কয়েকটি এলাকা দখল করেছে। বৃহষ্পতিবার বাহরেইনের রাজধানী মানামার কেন্দ্রস্থলে পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গা পুলিশ অভিযান চালায়। পুলিশের হামলায় চার জন নিহত হয়, আহত হয় বিপুল সংখ্যক মানুষ। কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সেখান থেকে তাড়ানো হয়।

মানার কেন্দ্রস্থল পার্ল স্কয়ারে মঙ্গলবার থেকে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। তাদের ওপর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে হামলা চালায় দাঙ্গা পুলিশ।

বিরোধী রাজনীতিকরা এই দমন অভিযানের তীব্র সমালোচনা করেছেন। শিয়াপন্থী প্রধানবিরোধী দল আল ওয়েফাক এর প্রধান আবেদ আল জালিল খালিল বলেছেন “যা ঘটেছে তা প্রকৃত ভাবে সন্ত্রাসবাদ”।

XS
SM
MD
LG