অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশফাক কায়সারের বিশ্লেষন


Politics in Bangladesh
Politics in Bangladesh
নির্বাচন পূর্ব অন্তর্বর্তি সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের প্রধান দু’ই রাজনৈতিক দলের মধ্যে কথাবার্তা যা চালাচালি হচ্ছে , অনেকেই তাকে বাগাড়ম্বরতার চেয়ে বেশি কিছু বলে মনে করছেন না এবং একই সঙ্গে বলা হচ্ছে এভাবে দল দু’টি গোটা দেশকেই যেন জিম্মি করে ফেলছে । বাংলাদেশে রগাজনীতি অঙ্গনে অনেকবারই একটা কথা শোনা গিয়েছে বিশেষ করে রাজনীতিবীদদের মুখ থেকে যে , সকল ক্ষমতার উত্স জনগন । বাস্তবে এ বক্তব্যের প্রতি খোদ রাজনীতিকেরাই শ্রদ্ধাশীল বলে মনে হয়না । বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রে বর্তমানে যে রাজনৈতিক সংষ্কৃতি চালু রয়েছে তার প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনের ক্ষমতা দৃড়তর করবার অবকাশ কতোখানি রয়েছে বলে মনে হয় না । এসব বিষয়ে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক-ভাস্যকার আশরাফ কায়সার । ওয়াশিংটন স্টুডিও থেকে আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait
Embed

No media source currently available

0:00 0:04:46 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG