ঢাকায় ইটালীর এক ত্রাণকর্মীকে হত্যা করার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে, বাংলাদেশে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেপ্টেম্বর মাসে তাকে গুলি করে হত্যা করা হয়।
কর্মকর্তারা বলেছেন সন্দেহভাজনরা স্বীকার করেছে যে তারা সেজারে টাভেলাকে হত্যা করেছ। ঢাকার কূটনৈতিক এলাকায়, নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার স্থানীয় একটি প্রকল্পের ব্যবস্থাপক ছিলেন টাভেলা।
হত্যাকারীরা মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল যখন তারা টাভিলাকে গুলি করে। কয়েকদিন পরে ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দূরে রংপুরে একই রকম এক ঘটনায় জাপানের এক নাগরিককে গুলি করে হত্যা করা হয়।