অ্যাকসেসিবিলিটি লিংক

সীমিত আকারে গ্রেনেড হামলা দিবস পালন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ


বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ করোনা ভাইরাসের কারনে শুক্রবার সারাদেশে সীমিত আকারে গ্রেনেড হামলা দিবস পালন করেছে। ২০০৪ সালের এই দিনে ঢাকায় তদানীন্তন বিরোধীদল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে এক ভয়াবহ গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নেতা-কর্মী নিহত এবং প্রায় ৫০০ জন আহত হন।

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ সকালে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের পক্ষ থেকে ঘটনাস্থলে স্থাপিত স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক স্মরণ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনের ওই হামলা তদানীন্তন বিএনপি সরকারে মদদে সংঘটিত হওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন বিগত বিএনপি সরকার দুর্নীতির যে বিষবৃক্ষ রোপণ করে গেছে বাংলাদেশ এখন তার ফল ভোগ করছে।দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় আদালত ২০১৮ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অপর ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG