অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ


শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের বিজয় উদযাপন করে। ৩ সেপ্টেম্বর ২০২১।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের বিজয় উদযাপন করে। ৩ সেপ্টেম্বর ২০২১।

শুক্রবার ঢাকায় বাংলাদেশ নিউজিল্যান্ডকে চার রানে হারিয়ে তাদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেছে।

উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাইম ৩৯ রান করেন এবং প্রথম উইকেট পতনের আগে লিটন দাসের সঙ্গে দলীয় ৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশের ১৪১ রানের ভিত্তি গড়ে দেন। বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম ৬৭ রানে অপরাজিত ছিলেন ।তবে শেষ ওভারে তার আক্রমণাত্মক খেলা নিউজিল্যান্ডকে মাত্র পাঁচ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করতে সহায়তা করে।

এর আগে,বুধবার উদ্বোধনী খেলায় বাংলাদেশ সাত উইকেটে জয়লাভ করে।

XS
SM
MD
LG