অ্যাকসেসিবিলিটি লিংক

অঞ্চলভিত্তিক লকডাউন শুরু কাল থেকে


সংক্রমণ বেড়ে যাওয়ায় অঞ্চলভিত্তিক লকডাউনের প্রস্তুতি এখন চূড়ান্ত। সারাদেশকে লাল, সবুজ ও হলুদ জোনে বিভক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকার ৩৮টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে আগামীকাল মঙ্গলবার রাত ১২ টা থেকে ঢাকার রাজাবাজার এলাকা লকডাউন করা হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান এটা নিশ্চিত করেছেন। এই এলাকায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। এখানে সরকারি হিসেবে ২৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। বিকেলে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য অঞ্চলকে লকডাউনের আওতায় নেয়া হবে। লকডাউন ঘোষিত এলাকায় জন-চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র রাতে মালবাহী যান চলাচল করতে পারবে। এসব এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হোম ডেলিভারী ও নির্ধারিত ভ্যানে করে কাঁচাবাজার কেনা বেচার সুযোগ থাকবে। পাইলট প্রজেক্টের পর সারাদেশে এভাবে লকডাউন করা হবে। ইতিমধ্যে ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রীণ জোনে রয়েছে ১৩ টি জেলা।

ওদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। এসময় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ হাজার ৫০৪ জন। তিন মাস আগে ৮ই মার্চ তিনজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। হাসপাতালগুলোতে যখন আইসিইউ এর জন্য রোগীরা রীতিমত আহাজারি করছেন ঠিক সে সময়ে হাইকোর্টের তরফে জানতে চাওয়া হয়েছে দেশে কতটি আইসিইউ বেড রয়েছে। একই সঙ্গে আগামীকালের মধ্যে হটলাইনে দেয়া নম্বরে ফোন করলে কোথায় আইসিইউ বেড খালি আছে তাও নিশ্চিত করতে বলা হয়েছে।বাংলাদেশ অর্থনীতি সমিতি জানিয়েছে, লকডাউনের ৬৬ দিনে বাংলাদেশের প্রায় ছয় কোটি মানুষ নতুন করে গরীব হয়েছেন।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:01:39 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG