অ্যাকসেসিবিলিটি লিংক

সবাই চায় প্রকৃতির ছোঁয়া পেতে


দৃশ্য দেখে হয়তো ভাবছেন এটা কোন পিকনিক স্পট।না ঠিক তা নয়।করোনাকালীন

এ সময় সবাই চার দেয়ালের মাঝে হাঁপিয়ে উঠেছে। আর তাই একটু প্রকৃতির ছোঁয়া পেতে ঢাকার পাশেই রূপগঞ্জে অনেকেই বেড়াতে এসেছেন বন্ধুদের সাথে।তেমনি এক ভ্রমন পিয়াসী জাবেদ হেোসেন বলেন,একটু মুক্ত হওয়ায় এলোমেলো ভাবে চলা এবং

একটু স্বস্তিতে নিশ্বাস নেয়া এজন্যই এখানে বেড়াতে আসা।একঘেয়েমি জীবন থেকে বের

হয়ে খোলা আকাশের নীচে খুব চমৎকার লাগছে বললেন আবদুল হক।বেড়াতে আসা জাকির হোসেন বলেন, জনজীবনে একটু রিলাক্স দরকার তাই বন্ধুদের সাথে ঘুরতে আসলাম।আবার অনেকেই এসেছেন পরিবার নিয়ে।কথা হলো শরীফ সাব্বিরের সাথে তিনি বলেলেন, ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বেড়াতে আসলাম যাতে ওদের মানসিক বিকাশ ঘটে।এখানে যা দেখলাম সেগুলো বাসায় গিয়ে ড্রইং করবো বলল ছোটখুকি সামায়রা।শায়লা আহমেদ বলেন, চেষ্টা করেছি বাচ্চাদের একটু আমাদের দেশের ন্যাচারাল বিউটি দেখাতে।বাসায় অনলাইনে ক্লাস করতে করতে একদম বোর হয়ে গেছি। অনেক দিন বের হওয়া হচ্ছিলনা এখানে এসে খুব ভাল লাগেছে বলল অনিন্দিতা।এভাবেই সবাই প্রকৃতির কাছাকাছি এসে মুক্ত বাতাসের স্বাদ গ্রহণ করুক আর অচিরেই যেন বিশ্ববাসী করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবন ফিরে পায় তেমনটি আশা সবার।

সবাই চায় প্রকৃতির ছোঁয়া পেতে
please wait

No media source currently available

0:00 0:02:40 0:00

XS
SM
MD
LG