অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় চীনা ভ্যাকসিনের ট্রায়াল আরও বিলম্বিত হয়ে গেল


আরও বিলম্বিত হয়ে গেল ঢাকায় চীনের তৈরি টিকা সিনোভ্যাকের ট্রায়াল। চীনের তরফে এক পত্রে বলা হয়েছে, আপাতত ট্রায়াল শুরু করা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার পাঠানো এই পত্রে সিনোভ্যাক জানিয়েছে, অক্টোবর মাসে ঢাকায় তারা এক জরিপ পরিচালনা করবে। এরপর সিদ্ধান্ত নেবে কবে, কখন এই ট্রায়াল শুরু হবে। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এ মাসেই ট্রায়াল শুরু হবে এমনটাই বলা হয়েছিল। স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এর সত্যতা স্বীকার করেছেন। বলেছেন, হ্যাঁ, এটা ঠিক ওরা সময় চেয়েছে। নভেম্বরে এই ট্রায়াল শুরু করা যায় কিনা সেটাও পত্রে উল্লেখ করেছে। গত ২৭শে আগস্ট বাংলাদেশ চীনের সিনোভ্যাক কোম্পানিকে টিকা পরীক্ষার অনুমতি দেয়। সমন্বয়ের দায়িত্ব দেয়া হয় আইসিডিডিআরবিকে। প্রাথমিক পর্যায়ে চার হাজার ২০০ স্বাস্থ্যকর্মীর গায়ে এই টিকা প্রয়োগ করার কথা ছিল। এজন্য আইসিডিডিআরবি প্রস্তুতি সম্পন্ন করেছিল। ২৫০ জন মাঠকর্মীকে নিয়োগ দেয়া হয়। উল্লেখ্য যে, সিনোভ্যাক আগেই জানিয়েছে পরীক্ষা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলে তারা এক লাখ ১০ হাজার টিকা বিনামূল্যে বাংলাদেশকে দেবে। ব্রাজিল ও ইন্দোনেশিয়ায় এই টিকার ট্রায়াল শুরু হয়ে গেছে আগেই। এই টিকা বিলম্বিত হয়ে যাওয়ায় চীন, রাশিয়া, ভারত ছাড়া অন্য দেশ থেকে টিকা আনার সম্ভাব্য বিকল্প পথ খুঁজে দেখছে বাংলাদেশ। কোভাক্সের মাধ্যমে টিকা পাওয়ার প্রক্রিয়ায়ও বাংলাদেশ যুক্ত হয়েছে। অক্সফোর্ডের টিকা আনার জন্য ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো।

ওদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন।

please wait

No media source currently available

0:00 0:01:27 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG