অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ


রোহিঙ্গা সংকট সমাধান না করায় মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা এবং টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে মিয়ানমারের ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ১ লাখ টন চাল আমদানির প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মঙ্গলবার ভয়েস অফ আমেরিকাকে একথা জানিয়েছেন। মন্ত্রী জানান, থাইল্যান্ড থেকেও চাল আমদানির আগ্রহের কথা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।


মিয়ানমারের সংবাদপত্র মিয়ানমার টাইমসের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে ওই দেশটির চাল ব্যবসায়ীদের বরাত দিয়ে জানানো হয়, সরকারি পর্যায়ে বাংলাদেশ যে ১ লাখ টন চাল আমদানি করতে চায়, তা সবকিছু ঠিকঠাক হলে আমদানি কার্যক্রম ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ২০১৭ সালে মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানির চুক্তি ও আমদানি করেছিল বাংলাদেশ।


XS
SM
MD
LG