অ্যাকসেসিবিলিটি লিংক

অবৈধভাবে বসবাসকারী ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত নিতে ইউরোপীয় ইউনিয়ন আহ্বান জানিয়েছে


ইউরোপে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত নিতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বর্তমানে বাংলাদেশ সফররত ইইউ ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে দেখা করে এ আহ্বান জানায় । স্বরাষ্ট্রমন্ত্রী ইইউ প্রতিনিধিদলকে ওই সকল অভিবাসীদের তালিকা পাঠানোর অনুরোধ জানিয়েছেন বলে জানিয়ে বলেন তালিকা পেলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে । তিনি বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের ৫ লাখ রোহিঙ্গা শরণার্থীকে সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে ইইউর সহায়তা চান । তারা এ বিষয়ে মিয়ানমারের সাথে কথা বলবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG