বাংলাদেশের পুলিশ সোমবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।
সোমবার দুপুরে মগবাজারে দলটির সদর দপ্তরে আকস্মিকভাবে তল্লাশি চালানো হয়।
সরকারী সুত্রে বলা হয়েছে যে জামায়াতের ঐ দপ্তরে কিছু লোক নাশকতামূলক কাজ চালানোর জন্যে বৈঠক করছিল এমন একটি সংবাদ পেয়ে পুলিশ সেখানে তল্লাশি চালায় কিন্তু শেষ পর্যন্ত কাউকে আটক করার কোন সংবাদ পাওয়া যায়নি।
তবে জানা গেছে যে জামায়াতের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ মো. তাহেরকে গ্রেপ্তার করতেই এ অভিযান চালানো হয়।
জামায়াতের এই সদস্য যিনি , ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিও তাহের গত ৪ঠা অগাস্ট এক আলেচনা সভায় বলেন, জামায়াতের রিজার্ভ ফোর্স রয়েছে। সময়মতো সরকারের বিরুদ্ধে তা ব্যবহার করা হবে।
এটা সরকারের বিরুদ্ধে হুমকি- এ অভিযোগ এনে তাহেরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে কয়েকটি মামলা করেন।