অ্যাকসেসিবিলিটি লিংক

মহান একুশে উপলক্ষ্যে ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের বিশেষ নিবেদন


বছর ঘুরে একুশ ফিরে এলো। বাঙালির জীবনে গত ছয় দশকে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব কমেছে না বেড়েছে? একুশের চেতনা বলতে আসলে কি বোঝায়? ভাষা সৈনিক, বাংলার অধ্যাপক ডঃ রফিকুল ইসলাম বললেন, একুশ শুধু ভাষার জন্য আবেগ নয়, এটি বাংলাদেশের জাতিসত্ত্বার চেতনা। তিনি আরো বললেন, এবারের শাহবাগ আন্দোলন দেখে মনে হচ্ছে, ৫২-র একুশে ফেব্রুয়ারি আবার ফিরে এসেছে। প্রয়াত দিকপাল সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এক সাক্ষাতকারে বলেছিলেন, সমাজবিজ্ঞানীদের মতে যে নিজের ভাষা অবহেলা করে বিদেশী ভাষা শেখে, তার জাগতিক উন্নতি হতে পারে, কিন্তু সে কখনো প্রকৃত সুখী হবে না। এ অনুষ্ঠানে কবি মহাদেব সাহার বিখ্যাত কবিতা ‘একুশের গান’ থেকে আবৃত্তি করেছেন অভিনেতা আসাদুজ্জামান নূর। একুশের অনুষ্ঠানটি পরিবেশন করেছেন আহসানুল হক।ekushey
please wait
Embed

No media source currently available

0:00 0:05:39 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG