অ্যাকসেসিবিলিটি লিংক

বিনিময় হার প্রভাবিত করার অভিযোগে বিশ্বের ৫ বৃহত্তম ব্যাংককে ৫৭০ কোটি ডলারের জরিমানা


মুদ্রা বিনিময় হার প্রভাবিত করার বিষয়ে অবৈধ অাঁতাত করার অভিযোগে বিশ্বের ৫ বৃহত্তম ব্যাংককে ৫৭০ কোটি ডলারের জরিমানা গুনতে হবে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা বুধবার বলেছেন ওইসব ব্যাংকের সঙ্গে মুদ্রা ব্যাবসায়ীরা প্রতিযোগিতায় না গিয়ে আঁতাতকারী হিসাবে কাজ করেন এবং ডলার ও ইউরোর বিনিময় হার নিয়ন্ত্রণ করেন। কার্টেল নাম দিয়ে ঐ গোষ্ঠি বৈদ্যুতিক মাধ্যমে যোগাযোগ করেন, কোড ব্যাবহার করে।

যুক্তরাষ্ট্রের এ্যাটর্নী জেনারেল লরেটা লিঞ্চ বলেন তাদের বিরুদ্ধে বিপুল পরিমানে অর্থ জরিমানা করাটা যুক্তিযুক্ত। কারন মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রনের প্রভাব পড়েছে সমগ্র বিশ্বের অর্থনীতিতে।

ঐ ৫টি ব্যাংক হচ্ছে সিটিগ্রুপ, জেপি মর্গ্যান চেজ, বার্কলেস, রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড এবং UBS।

XS
SM
MD
LG