অ্যাকসেসিবিলিটি লিংক

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট: মার্শিয়া বার্নিকাট


Avijit
Avijit

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তে পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। শীঘ্রই এ মামলার আসল খুনিরা ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন। মঙ্গলবার রাজধানী ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ চত্বরে যুক্তরাষ্ট্রের সরকারে বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি এর দেয়া ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর কর্মসূচিতে অংশ গ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বার্নিকাট এসব কথা বলেন।

এদিকে, পুলিশের পক্ষ থেকে বলে হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই অভিজিৎ হত্যাকাণ্ডের ওপর তাদের তদন্ত প্রতিবেদন শীঘ্রই হস্তান্তর করবে। ওই তদন্ত প্রতিবেদন খুনিদের খুঁজে পেতে সহায়তা করবে বলে পুলিশ আশা প্রকাশ করেছে। পুলিশ এপর্যন্ত অভিজিৎ হত্যাকাণ্ডের-সাথে জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করেছে। গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক অভিজিৎকে। পরে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আন্সারুল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গি সংগঠন।

XS
SM
MD
LG