অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে আজ ব্যাসটিল ডে বা স্বাধীনতা দিবস পালিত হচ্ছে  


আজ মঙ্গলবার, ফ্রান্সের BASTILLE DAY হবে অন্যান্য বছর থেকে ভিন্নতর I করোনা সঙ্কটের কারণে সীমিত থাকছে দিনের বিভিন্ন কর্মসূচি I তবে যথারীতি সামরিক শক্তির মহড়া প্রদর্শন থাকবে দিনের প্রধান আকর্ষণ I জেট জঙ্গি বিমান থেকে হেলিকপ্টার মহড়া এবং পদাতিক সেনাবাহিনীর অংশগ্রহণ থাকবে দিনের কর্মসূচিতে I তবে সবকিছুই দেখতে হবে ঘরে বসে এমনটিই আবেদন জানিয়েছেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো I ঐতিহ্যবাহী Firemen's Balls প্রদর্শনী বাতিল করা হয়েছে; তবে থাকছে আতশবাজির মহড়া I

এবারের এই দিনটিকে উৎসর্গ করা হবে ফ্রান্সের করোনা সঙ্কটে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও সম্মুখভাগের সেবাকর্মীদের প্রতি I এছাড়াও জার্মানি ,অস্ট্রিয়া,সুইটজারল্যান্ড এবং লুক্সেমবুর্গের স্বাস্থ্যমন্ত্রীরা প্যারেডে উপস্থিত থাকবেন, যেসব দেশের হাসপাতালে ফ্রান্সের করোনা রোগীদের চিকিৎসা দেয়া হয়েছিল I

XS
SM
MD
LG