অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের লড়াইয়ে ৩ দিনে ১১১ জন নিহত 


সরকারি সূত্রে জানানো হয়েছে, ইয়েমেনের মারিব শহরের কাছে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত ৩ দিনে, অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছেI হুথি বিদ্রোহীরা মারিব দখলের প্রয়াসে হামলা জোরদার করেছেI ইয়েমেন সরকারের সর্বশেষ শক্তঘাঁটি ও ইয়েমেনের তেল সমৃদ্ধ মারিব এলাকা কব্জা করার জন্য, হুথি বিদ্রোহীরা তাদের অভিযান জোরদার করেছেI

তিনটি সরকার সমর্থিত সূত্র, এএফপি সংবাদ মাধ্যমকে জানায় বৃহস্পতিবার ও রবিবারের লড়াইয়ে ২৯জন সরকারি সেনা ৮২ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেI ইয়েমেনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার হুথিরা উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে হামলা জোরদার করে, তবে সৌদি পরিচালিত জোট বিমানের সমর্থনপুষ্ট, সরকারি প্রতিরক্ষা ব্যূহ তারা ভাঙতে ব্যর্থ হয়I

২০১৪ সালে, হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে, ইয়েমেন সংঘাত ঘোরতর আকার ধারণ করে এবং সৌদি আরবের নেতৃত্বে কোয়ালিশন, ইয়েমেন সরকারের সহায়তায় এগিয়ে আসেI তবে দরিদ্র দেশটিতে অভ্যন্তরীণ সংঘাতের কারণে বহু লোক নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ১, ৫০,০০০ বেশি সাধারণ মানুষI জাতিসংঘের মানবিক সংস্থা, এখানকার শিশু অপুষ্টিকে বিশ্বের সবচাইতে ভয়াবহ বলে উল্লেখ করেছেI

(এএফপি)

XS
SM
MD
LG