অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চলতি বছর পাঁচ থেকে ছয় লাখ মামলার নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী


বাংলাদেশে চলতি বছর পাঁচ থেকে ছয় লাখ মামলার নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বর্তমানে উচ্চ ও নিম্ন ​আদালতে বিচারাধীন রয়েছে ৩৫ লাখ ৯৮ হাজার ২৬৩টি মামলা।

আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গেও পরামর্শ করবেন। প্রয়োজনে লোকবল বাড়ানো হবে।

আইনমন্ত্রীর এই ঘোষণার পর বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিশেষজ্ঞরা বলছেন, এটা সম্পূর্ণ অবাস্তব। বর্তমান বাস্তবতায় কখনো সম্ভব হবে না। ৩৬ বছর যাবত বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সাবেক জেলা জজ এবং বিচার বিভাগ পৃথককরণ মামলার খ্যাতিমান বাদী মাসদার হোসেন বলেন, বিচারকের সংখ্যা বাড়ানো হলেও তা সম্ভব হবে না।

আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা অসম্ভব নয়। যাই হোক, আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করার উদ্যোগও নেয়া হবে পাশাপাশি।

please wait

No media source currently available

0:00 0:02:00 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG