ভারত এই বছরে মহাকাশে মানুষবাহী যান এবং চন্দ্রযান ৩ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে।
আজ নতুন বছরের প্রথম দিনে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান কে শিবন ২০২০ সালেই মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর উচ্চাকাঙ্খী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এছাড়াও আগের পরিকল্পনা অনুযায়ী চন্দ্রযান ৩ পাঠানোর কথা তো আছেই।
শিবন বলেন, চার জন মহাকাশচারীকে বাছা হয়ে গিয়েছে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে তাঁদের প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হবে। মহাকাশে মানুষ পাঠানোর প্রকল্পটির নাম দেওয়া হয়েছে গগনযান। পৃথিবীর তিনশো থেকে চারশো কিলোমিটার উঁচু কক্ষপথে গগনযান পাঁচ থেকে সাত দিন ঘুরে আবার ফিরে আসবে। তবে মানুষ পাঠানোর আগে দু'বার যন্ত্রমানব পাঠানো হবে। শিবন জানান, গগনযান আর চন্দ্রযান-৩-এর কাজ একসঙ্গেই চলবে। সব মিলিয়ে খরচ পড়বে ৬শো কোটির সামান্য বেশি, আর সময় লাগতে পারে ১৪ থেকে ১৫ মাস। সে ক্ষেত্রে প্রকল্প দু'টি এই বছর ছাড়িয়ে চলে যাবে ২০২১ সালের গোড়ায়।