ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশ নিয়েছে তাদের আন্দোলনের অংশ হিসেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের ভাষায়, সরকারের দলীয়করণ ও পরিবারতন্ত্রের নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন। বিএনপি মহাসচিব বিরোধী দলকে নানাভাবে হয়রানী ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ঢাকায় জাতীয় পার্টির একাংশ জেপি’র এক অনুষ্ঠানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের রাজনীতি ক্রমেই বিভক্ত ও বিদ্বেষপূর্ণ হয়ে উঠেছে। এটি গণতন্ত্রের জন্য বাঁধা।