অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বেকারত্বকে ইস্যু করে সিএএ বিরোধিতায় নামছে বাম ছাত্র-যুবরা


ভারতে নাগরিকত্ব সংশোধনী ও নাগরিকপঞ্জি নিয়ে চলছে বিক্ষোভ। তার মাঝে হারিয়ে যাচ্ছে কর্মসংস্থান, মূল্যবৃদ্ধির মতো গুরুতর বিষয়গুলি। বিরোধীদের দাবি, দেশের আর্থিক অবস্থা থেকে মুখ ঘোরাতেই বিজেপি মেরুকরণের রাজনীতি করছে। ঠিক এই সময়েই 'বেকারত্ব'কে ইস্যু করে সিএএ বিরোধিতায় নামছে বাম ছাত্র-যুবরা।

বাম ছাত্র যুবদের লক্ষ্য, যুব প্রজন্মকে পাশে নিয়ে বাংলায় ঘুরে দাঁড়ানো। তাদের বক্তব্য পরিসংখ্যান বলছে, দেশের জিডিপি তলানিতে। ৪৫ বছরে বেকারত্ব সর্বোচ্চ। বাজার অগ্নিমূল্য। এনআরসি-সিএএ নিয়ে ডামাডোলের মাঝে হারিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। এনআরসি ও সিএএ আন্দোলনের সঙ্গে তাই বেকারত্ব নিয়েও পথে নামতে চলেছে বামপন্থী যুব ও ছাত্ররা।

তাঁদের দাবি, NRC নয়, গোটা দেশে চালু হোক এন‌আরবি বা 'ন‍্যাশনাল রেজিস্টার অব বেরোজগারি'। এক‌ইভাবে CAA-এর পরিবর্তে BAA বা 'বেরোজগারি অ্যাবোলিশন অ্যাক্ট' চালুর দাবি তুলেছেন তারা। আগামী ১০ জানুয়ারি থেকে ফর্ম বিলি করা হবে। জানতে চাওয়া হবে, আপনি বেকার নাকি কর্মরত? কাজ করলে কি ধরনের প্রতিষ্ঠান? দৈনিক আয় কত? ফেব্রুয়ারি মাসে থাকছে দেশের রাজধানীতে সমাবেশ।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG