বাংলাদেশের প্রধান দু’টি বন্দর চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দর ব্যবহার নিয়ে প্রায় দেড় বছর আগে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও ভারত। গেল বছরে অক্টোবরে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে স্বাক্ষরিত হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এর প্রেক্ষিতে ট্রান্সশিপমেন্টর জন্য প্রস্তুতি শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সকালে চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ জানান, ট্রান্সশিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দর পুরোপুরি প্রস্তুত। চলিত মাসেই শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম।
তিনি আরো জানান, চট্টগ্রাম বন্দরে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে বন্দরের সক্ষমতা বেড়েছে। চোরাচালান বন্ধে বসানো হচ্ছে স্কেনার মেশিন। ট্রান্সশিপমেন্ট চালু হলে চট্টগ্রাম বন্দর হয়ে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে কম খরচে দ্রুত সময়ে পণ্য পরিবহনের সুযোগ-সুবিধা পাবে।