অ্যাকসেসিবিলিটি লিংক

জেএনইউ'র ছাত্রদের পাশে দীপিকা পাড়ুকোন


বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল রাতে তিনি সঙ্ঘ পরিবারের লোকজনের হাতে মার খাওয়া জেএনইউ-এর ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন বলে বিজেপিটর কিছু নেতা ও সমর্থক তাঁর সিনেমা বয়কটের ডাক দিয়েছেন।

বিজেপির জনৈক মুখপাত্র ত্যাজিন্দর পাল সিং বগ্গা নিদান হেঁকেছেন, "এই সব টুকরে টুকরে গ্যাং এর সমর্থকদের শাস্তি দিতে এঁদের একঘরে করুন.." সঙ্গে সঙ্গে এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। আজ বুধবার তিনি জানান, ভারতের যে কোনও মানুষ তাঁদের ইচ্ছে মতো যে কোনও জায়গায় যখন খুশি যেতে পারেন, কোনও বাধা নেই, কারও কিছু বলার নেই।

সাংবাদিকরা তাঁকে বলেন, আপনার দলের এক মুখপাত্রই দীপিকার সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। জাভরেকর বলেন, আমি বিজেপিটর জাতীয় মুখপাত্র।

উল্লেখ্য, দীপিকা জেএনইউ-এ গিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলেননি, শুধু মার খাওয়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে থেকেছেন। এই শুক্রবার তাঁর নতুন ছবি মুক্তি পাচ্ছে, "ছাপাক্", যাতে তিনি এসিড আক্রান্ত এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG