বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে মুজিববর্ষ পালনের ক্ষণ গণনা শুরু হয়েছে শুক্রবার থেকে।
একই সাথে আজ বিভিন্ন কর্মসূচীর মধ্যমে পালিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের কারাগারে দীর্ঘ কারাবাস শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটিকে প্রতীকী ভাবে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে শুরু হয় মুজিববর্ষরে ক্ষণ গণনার উদ্বোধনী অনুষ্ঠান। ওড়ানো হয় এক হাজার লাল-সবুজ বেলুন এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের সাথে সামঞ্জস্য রেখে অবমুক্ত করা হয় একশ’টি সাদা পায়রা।
২০২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ঐ দিন থেকে ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত তাঁর জন্ম শতবর্ষ উদযাপন করবে। এই সময়কালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার।
তেজগাঁও পুরাতন বিমানবন্দরে কেন্দ্রীয় ভাবে মুজিববর্ষের ক্ষণ গণনার আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসীম ত্যাগ এবং সংগ্রামের দিক তুলে ধরেন।
সারা দেশের বিভিন্ন স্থান ছাড়াও রাজধানী ঢাকার ৮৩টি পয়েন্টে আজ বিকেলে ক্ষণ গণনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।