অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন এবং বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা


নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে- মুক্ত মত প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার লঙ্ঘন করে অনলাইন নিউজ সাইটগুলোতে প্রবেশের সুযোগ বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরো বলা হয়- গোপনীয়তা, মত প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার সুরক্ষিত রাখার পর্যাপ্ত আইনি কাঠামো ছাড়াই অনলাইন সাইটগুলোতে ইন্টারনেট ট্রাফিক এবং নিয়ন্ত্রণের নজরদারি চালাতে অথবা তা ব্লক করে দিতে সরকার অত্যাধুনিক পদ্ধতি গ্রহণ করেছে। অন্যদিকে, প্যারিসভিত্তিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা রিপোর্টাস উইদাইট বর্ডারস ২০১৯ সালের প্রতিবেদনে বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ২০১৮ সালের তুলনায় ৪ ধাপ পিছিয়ে বিশ্বের ১৮০টি দেশের মধ্য ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ১৫০তম৷ এই বাস্তবতায় আজকের আলাপন- ‘হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন এবং বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা’।

আজকে অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান সম্পাদক নঈম নিজাম, বাংলা ভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা ফিরোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা ড. কাবেরী গায়েন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।


XS
SM
MD
LG