ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দু'দিনের সফরে কলকাতায় এসে সারা শহর জুড়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভের আঁচ টের পেয়েছেন।
সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে প্রতিদিন বিক্ষোভ সমাবেশ আর মিছিল হয়ে আসছিল। প্রায় প্রতিদিনই বড় বড় মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে সারা শহর জুড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।
মধ্য কলকাতার ধর্মতলা, কলেজ স্ট্রিট থেকে শুরু করে দক্ষিণের গোলপার্ক, যাদবপুর পর্যন্ত লোকজন মিছিল আর অবরোধে আটকে পড়েন। প্রথমে কথা ছিল মোদী বিকেল ৫টায় বিমানবন্দরে নেমে সড়ক পথে শহরে যাবেন। কিন্তু দিনভর বিক্ষোভ কর্মসূচির কথা জেনে তাঁকে বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে করে রাজভবনে নিয়ে যাওয়া হয়। তাঁর কলকাতা পৌঁছনোর সময়ও ঘন্টা খানেক এগিয়ে আনা হয়। কিন্তু সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ঠিক ঐ সময় বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে কৈখালি মোড়ে কালো পতাকা হাতে পথ অবরোধ করে। আধ ঘণ্টার ওপর অবরোধ চলে। মোদী অবশ্য ততক্ষণে হেলিকপ্টারে উঠে রাজভবনে চলে গিয়েছেন। আগামীকালও বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি রয়েছে।