অ্যাকসেসিবিলিটি লিংক

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের নজরদারিতে রাখা হয়েছে: ওবায়দুল কাদের


বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটি থেকে ফিরে আসা পদ্মা সেতু প্রকল্পে কর্মরত ৩৫ জন চীনা কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে।

বুধবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে পদ্মা সেতু প্রকল্পের যে সকল কর্মীরা ফেরত এসেছেন, তাদের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ১৪ দিন ৩৫ জনক সকল কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীন থেকে বাংলাদেশীরা দেশে ফিরে আসলে তাঁদের পুরো পর্যবেক্ষণে রাখা হবে। চীন থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

আব্দুল মোমেন জানান, চীনে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে সে দেশের সরকার তাদের পুরো চিকিৎসার দায়িত্ব নেবেন।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00


XS
SM
MD
LG