অ্যাকসেসিবিলিটি লিংক

তাপস পালের অকালমৃত্যুর জন্য সিবিআই দায়ী: অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের


ভারতে অভিনেতা তথা রাজনীতিবিদ তাপস পালের অকালমৃত্যুতে সিবিআই-কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ রবীন্দ্রসদনে প্রয়াত অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে এসে বিস্ফোরক হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসদন থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, "কেন্দ্রের একটা এজেন্সির দ্বারা অত্যাচারিত হয়ে মৃত্যু। মানসিকভাবে নিজে এমন বিপর্যস্ত হয়ে পড়েছিল, নিজে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। মৃত্যুর আগে হয়তো জানতেও পারলো না যে তাঁর অপরাধটা কোথায়? একটা এনটেরটেইনমেন্ট চ্যানেলের ডিরেক্টর হিসেবে মাইনে পেয়েছিলেন। সেইজন্য তাঁকে ১ বছর ১ মাস জেলে রেখে দেওয়া হল। দিনের পর দিন লাঞ্ছনা, গঞ্জনার শিকার হতে হল। বিজেপি'র চাপে দুর্বিষহ, দুর্দশাগ্রস্ত, আহত, ক্ষতবিক্ষত হয়ে যায় তাপস।

শুধু তাপস পাল নয়, এদিন প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে সুলতান আহমেদ ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর অকালমৃ্ত্যুর জন্যেও সিবিআইকে দায়ি করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বলা যেতে পারে গতকালই মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে বাংলা ছায়াছবির জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পালের জীবনাবসান হয়।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00


XS
SM
MD
LG