অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আগামী ১৭ই মার্চ ঢাকায় গিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বর্ষব্যাপী উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে কথা ছিল। সারা বিশ্বে করোনা ভাইরাস জনিত সতর্কতার কারণে প্রথমে বাংলাদেশ সেই উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা করলো। পরে সেই একই কারণে প্রধানমন্ত্রী মোদীও তাঁর যাত্রা বাতিল করলেন। কিন্তু এখন ঠিক হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঢাকায় উৎসবের উদ্বোধন হবে এবং ভিডিও কনফারেন্স করে মোদী তাতে যোগ দেবেন। ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা দিল্লিতে বাংলাদেশ থেকে আসা কুড়ি জন সাংবাদিকের এক প্রতিনিধি দলকে এ কথা জানিয়েছেন।

শ্রিংলা বলেন, এই উপলক্ষ্যে ভারত বাংলাদেশকে মৈত্রীর প্রতীক হিসেবে ১৫০টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স উপহার দেবে। তার একশোটি হচ্ছে শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর প্রতীক, আর পঞ্চাশটি বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতবার্ষিকী উদযাপনের প্রতীক।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00


XS
SM
MD
LG