বাংলাদেশে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মতো আর কোন হত্যাকান্ড দেখতে চায় না জাতিসংঘ। বুধবার ইউএনএফপির স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০১৯ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো এই মন্তব্য করেছেন। নুসরাতের জন্য ন্যায় বিচারের আহ্বানে সকল বাংলাদেশীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতিসংঘ প্রতিনিধি বলেন, যৌন হয়রানি ও হামলা থেকে নারীদের রক্ষা করতে হবে। তিনি বলেন, যখন প্রতিরোধ ব্যর্থ হয় তখন অবশ্যই অপরাধীদের দোষী সাব্যস্ত করতে হবে।
ওদিকে নুসরাত জাহান রাফিকে গায়ে আগুন দিয়ে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের নির্দেশও চাওয়া হয়েছে এই রিটে। হাইকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেন।
রাফি হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আটক কামরুন নাহার মনিকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, নুসরাতের মতো শিশুদের নিরাপত্তা দিতে আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছি। তিনি বলেন, শিশুরা এখন কুশিক্ষা ও অপসংস্কৃতির রোষাণলে আবদ্ধ।