অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ দুঃশ্চিন্তায় আছে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি


করোনা ভাইরাসের কারণে চীনের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ওপরে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে সে বিষয়ে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বৃহস্পতিবার ঢাকায় এক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে বলেন, তারা দুঃশ্চিন্তার মধ্যে আছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি ছাড়াও কাঁচামাল আমদানিসহ অন্যান্য আমদানির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে কি ধরনের ঝুঁকির সৃষ্টির হতে পারে এবং তা উত্তরণে উপায় নির্ধারণে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এদিকে, অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ বলছেন, চীনে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের কারণে ইতোমধ্যে বাংলাদেশের শিল্প-বাণিজ্যে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। আর দীর্ঘমেয়াদে যদি এ অবস্থা চলতে থাকে তবে এর প্রতিক্রিয়া হবে বড় ধরনের। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প অর্থাৎ সামগ্রিকভাবে অর্থনীতির ওপরে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি’র সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান। বিশেষজ্ঞগণ বলছেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রতিক্রিয়া এড়াতে এখনই সরকারকে নীতি-কৌশল নির্ধারণ করতে হবে।

please wait

No media source currently available

0:00 0:05:09 0:00


XS
SM
MD
LG