ব্যাংককে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জোট আসিয়ান এর শীর্ষ সম্মেলন এবং তারই সূচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মন্তব্য করেছেন বানিজ্য লড়াইয়ের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এককাট্টা থাকতে হবে। উল্লেখ্য চলমান বানিজ্য লড়াইয়ের ফলোদয়ে গত পাঁচ বছরের তুলনায় এবছর প্রবৃদ্ধি হার সর্ব নিম্ন মাত্রায় থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। ভয়েস অফ আমেমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে ঢাকার গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সম্মাননিয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।