অ্যাকসেসিবিলিটি লিংক

সাদেক হোসেন খোকাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে


বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশের রাজধানী ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে বৃহস্পতিবার শহরতলির জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে সকালে ঢাকা পৌঁছালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সমাজের সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।


এরপর তাঁর আরো তিনটি জানাজা অনুষ্ঠিত হয় যথাক্রমে নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে, ঢাকার মেয়র থাকাকালে তাঁর প্রায় ১০ বছরের কর্মস্থল নগর ভবনে এবং পুরানো ঢাকার ধুপ খোলা মাঠে। এসকল জানাজায় রাজনৈতিক নেতা কর্মীরা ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।

নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন, সাদেক হোসেন খোকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান, ঢাকার মেয়র হিসেবে ঢাকাবাসীর সেবা এবং সর্বোপরি গোটা দেশের মানুষের জন্য তাঁর দরদ দেশবাসী চিরদিন স্মরণে রাখবে।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00



XS
SM
MD
LG