অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩২৯ জন আটক


বাংলাদেশের দক্ষিণ-পশ্চিাঞ্চলীয় সীমান্তের যশোর এবং ঝিনাইদহ জেলার কিছু এলাকায় গত তিন সপ্তাহে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩২৯ জনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। যশোরের বেনাপোল এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি এদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে পুলিশ এবং বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়রা জানান, ভারতের নাগরিকপঞ্জী বা এনআরসি আতংকে তারা বাংলাদেশে এসেছেন। ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সংবাদ মাধ্যমকে এই গ্রেফতারের কথা জানিয়েছেন। আটককৃতরা নিজেদের বাংলাদেশী নাগরিক বলে দাবি করেন এবং নির্যাতনের কারণে তারা এসেছেন বলে জানান।

স্থানীয়রা বলছেন, ভারত থেকে এখন বেশি হারে অনুপ্রবেশকারীরা আসছে। স্থানীয় সরকারি প্রশাসন ইতোমধ্যে বৈঠক করে অনুপ্রবেশ রোধে গ্রাম পর্যায়ে অবৈধ অনুপ্রবেশ রোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় কর্মকর্তারা এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেননি।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00


XS
SM
MD
LG