অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের সাধারণ নির্বাচনে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে


ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট-গণনা চলছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলাফল অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি।

৬২৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৪টি আসন এবং লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন। অন্যদিকে, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৮টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ১১টি আসন।

রক্ষণশীল দলের শীর্ষ নেতা বরিস জনসন বলেছেন, জনরায়ের প্রত্যাশা মেটাতে তিনি একটি ‘জনগণের সরকার’ গঠন এবং ‘সার্বক্ষণিক কাজ’ করবেন। এখন তিনি নতুন সরকার গঠনের অনুমতি চাইতে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা।

নির্বাচনে ভরাডুবি মেনে নিয়েছেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি লেবারের শীর্ষ পদ থেকে সরে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন।

এদিকে, এবারের নির্বাচনে ৪জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিজয়ী​ হয়েছেন। তারা হলেন লেবার পার্টি থেকে টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম।

XS
SM
MD
LG