অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চার মাসে কথিত বন্দুক যুদ্ধে ১১৮ জন নিহত


বাংলাদেশে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে ১১৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে নাগরিক নিরাপত্তা জোট।

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরে বলা হয়েছে। একই সময়ে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৫৪টি, ২৩৪ জন শিশু ধর্ষণের শিকার হয়েছ এবং ১৪৪ জন শিশুকে হত্য করা হয়েছে।

সংস্থাটি বলেছে গত ৪ মাসে অন্তত ছয়জনের গুম হওয়ার অভিযোগ আছে। মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে বলে উল্লেখ করে জোটের পক্ষ থেকে নাগরিকদের নিরাপত্তায় বৃহৎ ঐক্যের আহ্বান জানান হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতা ব্যাহত হচ্ছে।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শাস্তি নিশ্চিত করা, নাগরিকদের মত প্রকাশের অধিকার সুরক্ষা সহ ১১ টি দাবি তুলে ধরে দাবি আদায়ে দেশব্যাপী প্রতিবাদ ও মানববন্ধনসহ ৫ দফা কর্মসূচী ঘোষণা করা হয়েছে জোটের পক্ষ থেকে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG