ভারতে গতকাল সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলার ৫ জন শ্রমিক। তাঁরা সকলেই ছিলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। এই হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গে টুইটার বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গতকাল একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কাশ্মীরে। ৫ জন শ্রমিককে পূর্বপরিকল্পনা করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ব্যথিত। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর আইনশৃঙ্খলা রয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণে। সে কথা মনে করিয়ে দিয়ে মমতা বন্দোপাধ্যায় টুইট করেছেন, কাশ্মীরে এখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড নেই। আইনশৃঙ্খলা ভারত সরকারের হাতে। আমরা তদন্ত চাই।