অ্যাকসেসিবিলিটি লিংক

এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক


বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক ব্যাংক ঋণ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিটের অনুমোদন দিয়েছে এবং একটি মামলা শুরুর উদ্যোগ নিতে এই অভিযোগপত্রটি শিগগিরই আদালতে দাখিল করা হবে। একই ঘটনায় আরো ১০ জনের বিরুদ্ধেও চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

দুদক জানায়, গত জুলাইয়ে দুদকের একটি মামলায় ফারর্মাস ব্যাংক থেকে ভূয়া তথ্য দিয়ে অন্যের নামে ৪ কোটি টাকা ঋণ সৃষ্টি করে তা নিজের ব্যাংক একাউন্টে স্থানান্তর করা এবং পরবর্তীকালে ঐ টাকা বিভিন্ন পন্থায় বিদেশে পাচারের অভিযোগ আনা হয় এস কে সিনহা এবং ঐ ১০ জনের বিরুদ্ধে।

বাংলাদেশে সাবেক কোন প্রধান বিচারপতির বিরুদ্ধে কোন মামলায় অভিযোগপত্র গঠনের এটিই প্রথম ঘটনা। বর্তমান এস কে সিনহা কানাডায় বসবাস করছেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ২০১৭ সালে ক্ষমতাসীনদের তোপের মুখে পড়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রথমে ছুটিতে ও পরে বিদেশে যান এবং সেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG