অ্যাকসেসিবিলিটি লিংক

ভাসানচরে প্রথম যাত্রা রোহিঙ্গাদের


বাংলাদেশের ভাসানচরে প্রথম যাত্রা শুরু হয়েছে রোহিঙ্গাদের। বঙ্গোপসাগরের নুনিয়ারছড়া পয়েন্ট থেকে উদ্ধার হওয়া ২৯ জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে দ্বীপটিতে। প্রাথমিকভাবে সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস।

শনিবার (২ মে) ভোরে রোহিঙ্গাদের নিয়ে একটি বোট কক্সবাজারের নুনিয়ারছড়া প্যারাবনে ভিড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২৯ রোহিঙ্গাকে উদ্ধার করে। তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভাসনচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
শরণার্থী ক্যাম্পের একজন রোহিঙ্গা জানিয়েছেন, কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে মালয়েশিয়া যেতে গিয়ে বাধার মুখে পড়ে বেশ কিছু দিন ধরে সাগরে ভাসছে রোহিঙ্গা বোঝাই দু’টি বোট। ঐ দু’টি বোট থেকে এসব রোহিঙ্গা ছোট বোটে করে কক্সবাজারে পৌঁছেছে।
please wait

No media source currently available

0:00 0:01:24 0:00


XS
SM
MD
LG