অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য ৩ কোটি ৩৫ লক্ষ মানুষের আবেদন


যুক্তরাষ্ট্রে বেকারত্বের জন্য ক্ষতিপূরণ দাবির গতি, গত সপ্তায় কিছুটা কমে গিয়েছিল কিন্তু বিশ্বের এই বৃহত্তম অর্থনীতিকে করোনাভাইরাস বিপর্যস্ত করার ফলে আরো ৩২ লক্ষ লোক বেকার ভাতার জন্য আবেদন জানিয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বেকারত্বের জন্যে ক্ষতিপূরণ দাবি করেছেন ৩ কোটি ৩৫ লক্ষ মানুষ। শ্রম দপ্তর জানাচ্ছে, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এখানে দোকান, কল কারখানা, রেস্টুরেন্ট এবং স্পোর্টস লীগ সহ আমেরিকান অর্থনীতির বিশাল বিশাল খাত বন্ধ রয়েছে। মোট হিসেবে দেখা যাচ্ছে প্রতি ৫ জন কর্মচারির মধ্যে ১ জন এই বেকার ভাতা দাবি করছেন। ফেডারেল সরকারের পক্ষ থেকে আগামী চার মাসের জন্য তাদেরকে সপ্তায় ৬০০ ডলার করে দেয়া হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যক বেকার ভাতার আবেদন আসে মার্চ মাসে যখন ৬৯ লক্ষ লোক এই ক্ষতিপূরণের আবেদন করেন।

তারপর থেকে প্রতি সপ্তার দাবি কমেছে কিন্তু এখনো লক্ষ লক্ষ লোকের দাবি রয়েছে, যে রকমটি ১৯৩০ এর দশকের মহামন্দার পর যুক্তরাষ্ট্রের বহু দশকের ইতিহাসে আর ঘটেনি। সরকার আজ জানিয়েছে যে এপ্রিল মাসে বেকারত্বের সংখ্যা হোয়াইট হাউজের পূর্বাভাস অনুযায়ী ২০ শতাংশে পৌঁছুতে পারে যেমনটি গত ৭২ বছরে দেখা যায়নি। গত বুধবারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের শেষ এবং এপ্রিলের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন চাকরিদাতারা দু'কোটি দু'লক্ষ চাকরি বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক কর্মকান্ড ক্রমশই খুলে দেয়া হচ্ছে যদিও এখানে এই ভাইরাস সংক্রমণে ৭৫ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছেন, সংক্রমিত হয়েছে সাড়ে ১২ লক্ষেরও বেশি লোক।

XS
SM
MD
LG